কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনে গোষ্ঠীগত সহিংসতা বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত যথেষ্ট নয়: আ.লীগ

বাংলা ট্রিবিউন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ২২:৪১

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও খুনোখুনির ঘটনা বেড়েই চলেছে। সরকার সহিংসতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার কড়া নির্দেশনা দিলেও থামছে না নির্বাচনি সহিংসতা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহিংসতা বন্ধে সারা দেশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু বিএনপিবিহীন এই নির্বাচনেও ঘটছে সহিংসতা। আওয়ামী লীগ এই সহিংসতার পেছনে দায়ী করছে স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্বকে।


রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গোষ্ঠীগত ও সামাজিক পুরনো অমিলগুলো সামনে নিয়ে শোধ নেওয়ার মানসিকতা থেকে মূলত সহিংসতা ঘটছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা  বলেন, এই সহিংসতা বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপে সুফল আসবে না। এজন্য প্রয়োজন সামাজিক সতর্কতা ও সচেতনতা। ক্ষমতাসীন দলের এসব নেতা আরও বলেন, সহিংসতা বন্ধে আমাদের সাংগঠনিক নির্দেশনা রয়েছে। সামাজিক সচেতনতা ও সতর্কতা অনুসরণ করবে নেতাকর্মীরা। শুধু রাজনৈতিক সিদ্ধান্তে সহিংসতা বন্ধ করা সম্ভব হবে না বলেও মনে করেন তারা। ইউপি নির্বাচন একেবারেই প্রান্তিক পর্যায়ের। এখানে গোষ্ঠী, পরিবার ও পেশিশক্তি ব্যাপার হয়ে দাঁড়ায়। এ বাড়ি ও বাড়ি দ্বন্দ্ব থাকে। ইউপি নির্বাচন এলে এসব দ্বন্দ্ব উসকে ওঠে। একপর্যায়ে এগুলো সহিংসতায় রূপ নেয়। ইউপি নির্বাচনকে টার্গেট করে অপেক্ষায় থাকে এই সুযোগসন্ধানীরা। বিএনপি মাঠে না থাকায় মাঠে এখন শুধু আওয়ামী লীগ। এটাও সহিংসতা সৃষ্টির একটি কারণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও