ভিডিও স্টোরি: সড়ক নিরাপত্তায় কী করেছে সরকার?

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ২১:৫০

২০১৮ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে এসে দাঁড়ায় ৪ হাজার ১৪৭ জনে, ২০২০ সালে মহামারির কারণে লকডাউনের মধ্যেও এই সংখ্যা ছিল ৩ হাজার ৯১৮ জনে এবং ২০২১ সালের আগস্ট পর্যন্তই ৮ মাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০২ জনের।


দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের আন্দোলন, সেই আন্দোলনে দুর্বৃত্তদের নির্যাতন-হামলা, এতকিছুর পর নিরাপদ সড়কের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা পূরণ তো হয়ইনি। সড়কের মৃত্যুফাঁদে জীবন হারানো মানুষের সংখ্যাও হয়েছে প্রায় দ্বিগুণ।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে