![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/30/bangladsh-301121-01.jpeg/ALTERNATES/w640/bangladsh-301121-01.jpeg)
দুটি উইকেট, একটি সুযোগ ও পাকিস্তানের জয়
হারার আয়োজন আগের দিনই করে ফেলেছিল বাংলাদেশ। শেষ দিনে হারার আগে হলো একটু লড়াই। নিষ্প্রাণ ম্যাচে প্রাণের সঞ্চার হলো সামান্য হলেও। তবে স্রেফ ওইটুকুই। ম্যাচের ফল নিয়ে সংশয় জাগল না এক মুহূর্তের জন্যও। কোচ রাসেল ডমিঙ্গোর অভাবনীয় কিছুর আশা উড়ে গেল হাওয়ায়। সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।