![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmiraz-20211130103718.jpg)
দেড়শ পেরুনোর পর জুটি ভাঙলেন মিরাজ
সহজ জয়ে চোখ রেখেই আজ (মঙ্গলবার) পঞ্চম ও শেষদিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। সে লক্ষ্যে দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। তবে দেড়শ পেরুনোর পর তাদের জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ। দিনের দশম ওভারে আজ প্রথমবারের মতো আক্রমণে আনা হয়েছিল মিরাজকে।