![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/30/aung-san-suu-kyi-301121-01.jpg/ALTERNATES/w640/aung-san-suu-kyi-301121-01.jpg)
অং সান সু চির বিচারের প্রথম রায় হচ্ছে
সামরিক শাসনে থাকা মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা প্রায় এক ডজন মামলায় প্রথম রায় দিতে যাচ্ছেন। বিচারিক কার্যক্রমের বিষয়ে জ্ঞাত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার একজন বিচারক উত্তেজনা উস্কে দেওয়া এবং কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভাঙার দায়ে হাওয়া মামলার রায় দেবেন, এই দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে সর্বোচ্চ দুই বছর এবং পরেরটিতে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে।