অতিরিক্ত ভাড়া আদায় : ঢাকা ও চট্টগ্রামে ৩৮টি বাসকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৩৮টি বাসকে ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিআরটিএ সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত সোমবার ১৮৪টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখে। এতে ৩৮টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ৪টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।