সন্তানকে কার কাছে রেখে অফিসে যাবেন?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ১৩:৪৫
অনেক দম্পতি আছেন যারা দুজনই কর্মজীবী। চাকরি বা জীবিকার কারণে দিনের বড় একটা সময় বাসার বাইরে থাকেন তারা। এক্ষেত্রে যাদের সন্তানের বয়স কম সেইসব মা-বাবা দুশ্চিন্তায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে নারীকে চাকরি ছেড়ে বাসায় থাকতে হয়। মা হওয়ার পর কর্মস্থল থেকে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পান মায়েরা। বিনা বেতনে ছুটি নিতে পারেন আরও কিছুদিন।