First image of Omicron: ওমিক্রনের প্রথম ছবি! ডেল্টার চেয়ে বেশি মিউটেশন নয়া রূপে, দাবি বিজ্ঞানীদের

আনন্দবাজার (ভারত) দক্ষিণ আফ্রিকা প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ১৩:৫০





করোনাভাইরাসের ডেল্টা রূপের চেয়ে অনেক বেশি মিউটেশন ঘটেছে নয়া রূপ ওমিক্রন-এ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা এই রূপের প্রথম ছবি প্রকাশ করে এমনই দাবি করেছে রোমের ব্যামবিনো গেসু হাসপাতাল।


রবিবার অনেকটা মানচিত্রের মতো দেখতে একটি ত্রি-মাত্রিক ছবি প্রকাশিত হয়েছে। রোমান হাসপাতালের গবেষকরা বিবৃতি দিয়ে বলেছেন, ‘ডেল্টার চেয়ে অনেক বেশি মিউটেশন ঘটেছে নয়া ওমিক্রন রূপে, তা স্পষ্টই দেখা যাচ্ছে। ডেল্টা-এর তুলনায় স্পাইক প্রোটিন (এর মাধ্যমে ভাইরাস মানব দেহে প্রবেশ করে)-এ এই নতুন রূপের সমাহার অনেক বেশি। তবে গবেষকরা এ-ও জানিয়েছেন, ‘এর অর্থ এই নয়, যে এই রূপ বাকিদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বরং আপাতত এটাই মনে করা উচিত, মানব দেহে সংক্রমণ ঘটানোর জন্য ভাইরাস আরও একটি রূপ নিয়েছে মাত্র।’ এই রূপের মারণ ক্ষমতা কম না বেশি, সে সম্পর্কে নিশ্চিত হতে ভবিষ্যতের গবেষণার দিকে নজর রাখতে হবে।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও