![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567399364.jpg&path=/uploads/news/2021/Nov/29/1638167844523.jpg&width=600&height=315&top=271)
নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান দ. আফ্রিকার প্রেসিডেন্টের
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় কঠোর নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান।