মুদিদোকান থেকে ভারী শিল্পের নেতৃত্বে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০৯:০৪
ভাগ্য পরিবর্তনের আশায় ১৯৪৬ সালে নোয়াখালী থেকে প্রায় শূন্য হাতে চট্টগ্রামে এসেছিলেন সদ্য তারুণ্যে পা রাখা এক যুবক। জীবিকা নির্বাহে প্রথম চাকরি নেন নগরীর পাহাড়তলী বাজারের এক মুদিদোকানে। পরে নিজেই সেখানে দোকান দিয়েছেন। সেই দোকানের লাভের টাকায় ওই এলাকাতেই গড়ে তোলেন বিড়ির কারখানা। দুজন কর্মী নিয়ে শুরু করেন হাতে বানানো বিড়ি। পরে চট্টগ্রাম ছাড়িয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লায়ও সম্প্রসারণ করেন বিড়ির কারখানা। এভাবে ব্যবসা একটু একটু করে বড় হতে শুরু করে।