আতঙ্কের নাম ডাম্প ট্রাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৫
গত ৩ মে শাহজাহানপুরে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের কেয়ারটেকার স্বপন আহামেদ দীপু (৩৩) মারা যান। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দীপু মুগদার মাণ্ডা খালপাড় এলাকায় থাকতেন।
এসআই জসিম উদ্দিন বলেন, ‘সহকর্মী জাহিদ হোসেনের মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে টিটিপাড়া এলাকায় পেছন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক দীপু গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে