‘… তুই কীভাবে আমার ভোটটা ঘুরাস’, ওসিকে আ. লীগ চেয়ারম্যান প্রার্থী

ডেইলি স্টার বাবুগঞ্জ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ১৮:০০

বরিশালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজগুরু গ্রামে এক উঠান বৈঠকে ওই প্রার্থী মৃধা মু. আক্তারুজ্জামান মিলন যে বক্তব্য দেন তা একটি ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়।


এসময় তাকে বলতে শোনা যায়, আমার ভোট ঘোরানোর জন্য ওসি নির্দেশ দিয়েছেন। তিনি গত নির্বাচনে সরোয়ার মাহামুদের পক্ষে নিয়ে বিভিন্ন সেন্টারে আমার ভোট কেটেছেন। সেন্টারে সেন্টারে গিয়ে গুলি করেছেন। 'এ কথা জানতে পেরে মুজিব কোট খুলে ওসির চেম্বারে গিয়ে তাকে চেয়ারে বসিয়ে ৪-৫টি কেনু (কনুই দিয়ে আঘাত) দিয়েছি ভাই। … তুই কীভাবে আমার ভোটটা ঘুরাস?'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও