অবৈধ অভিবাসন: কুড়ালের ঘা নিজের পায়ে

বাংলা ট্রিবিউন এরশাদুল আলম প্রিন্স প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ১৭:৫৬

বাংলা ট্রিবিউনে ২১ নভেম্বর ‘মেক্সিকোয় ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ক’দিন পরপরই এ ধরনের সংবাদ গণমাধ্যমে আসে। উন্নত জীবন, জীবিকার আশায় মানুষ নিজ দেশ থেকে আরেক দেশে বৈধ-অবৈধ উপায়ে পাড়ি জমায়। যারা বৈধ উপায়ে যায় তাদের জীবন সংগ্রামের গল্প এক রকম। কিন্তু তারা অবৈধ উপায়ে এভাবে বিদেশে পাড়ি জমায় তাদের সংগ্রামের গল্প একেবারেই ভিন্ন রকম।


অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমানোর নামই মানবপাচার। এর পেছনে একটি দেশের আর্থ-সামাজিক অবস্থাই মূলত দায়ী। বেঁচে থাকার তাগিদে, উন্নত জীবনের আশায় মানুষ বিদেশে পাড়ি জমায়। তবে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও অনেকটা দায়ী। শরণার্থী সমস্যা, রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাত, যুদ্ধ– এসব কারণে মানুষ নিজ দেশ থেকে পালিয়ে বাঁচতে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও