![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567521499.jpg&path=/uploads/news/2021/Nov/27/1638005571482.jpg&width=600&height=315&top=271)
ক্যান্সার ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পালং শাক
বার্তা২৪
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১, ১৫:৩২
শীতকালে পাওয়া যায় পালং শাক। এটি ভাজি কিংবা ঝোল রান্না করে খাওয়া যায়। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যা আমাদের শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে। নানারকম অসুখ-বিসুখ থেকে দূরে থাকতে খাবারের তালিকায় রাখতে পারেন এই সবুজ শাকটি। এছাড়াও নিয়মিত পালং শাক খেলে বেশ কয়েকটি কঠিন রোগ থেকে মুক্ত রাখা যায় নিজেকে।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য
- ক্যান্সার
- উচ্চ রক্তচাপ
- পালং শাক