মরুর বুকে বাসে একদিন
২০১৬ সালের ৭ মার্চ কুয়েতে যখন পা রাখি তখন সবকিছু অচেনা। কেননা এয়ারপোর্ট থেকে বের হয়ে যতদূর চোখ যায় দেখি এ যেন রাত না, রাতের মধ্যে দিনের অনুভূতি। চারদিকে আলো শুধুই ঝলকানি।
কোম্পানির সিকিউরিটির একজন এসে আমাদের বাসায় নিয়ে গেলেন। পরের দিন সকালে উঠে নাস্তা খাওয়ার জন্য আশপাশের দোকানগুলোতে খাবার খুঁজতে শুরু করলাম। তখন হাতের নাগালে পেয়ে গেলাম এক পাকিস্তানির হোটেল। কিন্তু কি খাবো বা কি নেবো তা তাকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। কেননা সে সময় সঠিকভাবে হিন্দি ভাষা বলতে পারতাম না। আরবি তো অনেক দূরের কথা। তখন হোটেল কর্তৃপক্ষ বুঝে নিলো নতুন। তাই হাতের ইশারায় যা বল্লাম তাই দিলেন।