![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/26/bangladesh-vs-pakistan-test-toss-261121-01.jpg/ALTERNATES/w640/bangladesh-vs-pakistan-test-toss-261121-01.jpg)
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে মুমিনুল হকের দল।
ইয়াসিরের অভিষেক
দলের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে। ঘরোয়া ক্রিকেটে করছেন প্রচুর রান। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হচ্ছিল না। তিন সংস্করণেই দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা হয়ে যাওয়া ইয়াসির আলি চৌধুরি অবশেষে পেলেন সামর্থ্য দেখানোর সুযোগ। ঘরের মাঠে অভিষেক হচ্ছে চট্টগ্রামের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।