শরণার্থী নৌকাডুবি: ফ্রান্স-ব্রিটেন পাল্টাপাল্টি দোষারোপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ২০:৪৩
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার পথে রাবারের ডিঙ্গি চুপসে ২৭ শরণার্থীর মৃত্যুর ঘটনায় দুই দেশ একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর ফ্রান্সের বন্দরনগরী ক্যালের উপকূলে ওই দুর্ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা এড়াতে কার দায়িত্ব বহন করা উচিত তা নিয়েই মূলত বাদানুবাদে জড়িয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্য।