![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/09/china-flag-code-090421-01.jpg/ALTERNATES/w640/china-flag-code-090421-01.jpg)
মার্কিন কালো তালিকায় আরও এক ডজন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান
জাতীয় নিরাপত্তা ঝুঁকি ও পররাষ্ট্র নীতি নিয়ে শঙ্কায় চীনের আরও এক ডজন প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন বলছে, কালো তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর একটি অংশ চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং প্রকল্পে সহযোগিতা করছে।