৩০ পেরিয়ে মা হতে চাইলে যে বিষয়গুলোতে সাবধান হতে হবে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ১২:১৭
আজকাল অনেকে বিয়ে করেন তিরিশের বেশ পরে। আবার অনেকেই এর আগে বিয়ে করলেও পরিবার বড় করার কথা ভাবতে পারেন না। আরো কিছুদিন সময় নিতে চান। কিন্তু শরীর সব সময় সেই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে চলতে পারে না। কারণ হরমোনের ওঠা-নামা দেহে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। মূলত ৩৫-এর পর থেকে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়।
যদিও মা হওয়ার কোনো সবচেয়ে ভালো সময় হয় না। মন তৈরি থাকলেই, সেটি মা হওয়ার জন্য ঠিক সময়। কিন্তু বয়স তিরিশ পেরনোর পরে মা হওয়ার সিদ্ধান্ত নিলে কয়েকটি কথা মনে রাখতেই হবে।