মঞ্চে দু’দিনব্যাপী ‘রাজা এবং অন্যান্য’
মঞ্চে আসছে প্রাচ্যনাটের সাড়া জাগানো নাটক ‘রাজা এবং অন্যান্য’। রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ ও আগামীকাল (২৬ নভেম্বর) সন্ধ্যায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বীন্দ্র নাটকের প্রচলিত ধারা ভেঙে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। রবীন্দ্রনাথের ভাষায় ‘আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে।’ অন্যদিকে, বিশ্বজুড়ে যে রাজাদের আধিপত্যবাদ, যুদ্ধ যুদ্ধ খেলা। তার বিপরীতে গিয়ে মনের অন্দরে যে রাজা বসবাস করেন তাকেই যেন অন্বেষণ প্রাচ্যনাটের ‘রাজা এবং অন্যান্য’ নাটকে।