নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে: সিইসি

ডেইলি স্টার নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ১২:৪৮

সারা দেশে প্রথম ও দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার প্রশাসনের যে নির্বাচন হয়েছে সেগুলো প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক ছিল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, আমরা দাবি করি নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হয়েছে। ৭৪ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।


প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী উত্তাপ এবং উত্তেজনা কখনো কখনো সহিংসতায় পরিণত হয়, যেটা আমাদের কাম্য নয়। আমি দেখেছি, মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা এ কাজে দায়িত্ব পালন করেছেন তারা যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করেছেন। যেখানে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি অনুকূলে ছিল না, নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, সেসব জায়গার নির্বাচন তারা স্থগিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও