নিউজিল্যান্ডে ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ আরও ৫ মাস
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিউজিল্যান্ড তার সীমান্ত বন্ধ রাখবে আরও পাঁচ মাস। বুধবার (২৪ নভেম্বর) দেশটির সরকার বলেছে, ২০২০ সালের মার্চ মাসে কোভিড ১৯-র আঘাতের পর থেকে সীমান্তে সতর্কতামূলক সকল কার্যক্রম পুনরায় সক্রিয় করা হয়েছে।
ভৌগলিকভাবে সম্পর্ক কিছু বিচ্ছিন্নতার পাশাপাশি দক্ষিণ মহাসাগরীয় দেশগুলোর প্রতি কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেছিল নিউজিল্যান্ড। ফলে করোনাভাইরাসের সংক্রমণ একদিকে কমেছে এবং অর্থনীতির দিক থেকেও সচল হতে শুরু করেছে দেশটি। কিন্তু চলতি বছরের শুরুর দিকে সংক্রামক ডেল্টা এই কৌশলকে পরিবর্তন করেছে। তাই নিউজিল্যান্ডে এখন টিকা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে। দেশটির প্রধান শহর অকল্যান্ডে এখন ভ্যাকসিন গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে।