![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fdb81a9b5-8edc-4507-a248-35270e42ba09%252FPfizer_Vaccine.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
১২-১৫ বয়সীদের শরীরে দীর্ঘ মেয়াদে কার্যকর ফাইজারের টিকা
১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকার দীর্ঘমেয়াদি কার্যকারিতা পাওয়া গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পরও এ বয়সী শিশুদের শরীরে টিকা শতভাগ কার্যকর থাকতে দেখা গেছে। দুই হাজারের বেশি শিশুর শরীরে টিকার পরীক্ষা চালানোর পর এমনটা দাবি করেছে ফাইজার। তাদের আশা, বিশ্বজুড়ে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টিকার পূর্ণ অনুমোদন চাওয়ার ক্ষেত্রে নতুন এ তথ্য সহায়ক হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মে মাসে যুক্তরাষ্ট্রে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজার টিকা ‘জরুরি ব্যবহারের’ অনুমোদন দেওয়া হয়। ফাইজার কোম্পানি এ টিকা ব্যবহারের পূর্ণ অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শুধু ১৬ ও এর চেয়ে বেশি বয়সীদের টিকা দেওয়ার পূর্ণ অনুমোদন আছে।