বেরোবিতে ক্যাফেটেরিয়া বন্ধে ভোগান্তিতে শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভেতরে নেই কোনো দোকান। পাশাপাশি বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে ক্যাম্পাসের আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। ফলে শিক্ষার্থীদের দেড় কিলোমিটার ঘুরে প্রয়োজনীয় সামগ্রী ও নাস্তার জন্য যেতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। এতে বেড়েছে শিক্ষার্থীদের বাড়তি খরচ।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী যুবায়ের আলী বলেন, আমাদের আবাসিক হলটি বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি হোটেলও নেই যেখানে বসে নাস্তা করা যাবে। নাস্তা করার একমাত্র জায়গা ক্যাফেটেরিয়া। সেটিও বন্ধ। এখন নাস্তা করতে হলে বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে দ্রুত ক্যাফেটেরিয়াটি খুলে দেওয়া হোক।