করোনায় ৮০% অ্যান্টিবায়োটিক ছিল বাড়তি
করোনা চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা কম। তবে দেশে করোনাকালে ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ৮০ শতাংশ অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে ব্যবহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত অ্যান্টিবায়োটিকের ব্যবহারবিষয়ক সেমিনারে এই তথ্য দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে আইইডিসিআর। ১৮ নভেম্বর এই সপ্তাহ শুরু হয়ে আজ বুধবার তা শেষ হচ্ছে। গতকালের অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।