You have reached your daily news limit

Please log in to continue


হবিগঞ্জে আ.লীগ সমর্থিত প্রার্থীর ওপর হামলা, আহত ২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুরে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নবীগঞ্জের গজনাইপুরে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর সমর্থনে সাতাইহাল ফুটবল মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সভা করতে না পেরে কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফেরার সময় ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া বাজারে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবের আহমেদের কর্মী-সমর্থকদের উপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় ২০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন