![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/23/ethiopia-pm-abiy-ahmed-231121-01.jpg/ALTERNATES/w640/ethiopia-pm-abiy-ahmed-231121-01.jpg)
ইথিওপিয়া: লড়াইয়ে সামনে থেকে ‘নেতৃত্ব দেবেন’ আবি আহমেদ
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্রোহীদের মোকাবেলায় তিনি নিজে লড়াইয়ের ময়দানে গিয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তিগ্রাইয়ের বিদ্রোহী বাহিনীগুলো রাজধানী আদ্দিস আবাবার কাছাকাছি এগিয়ে আসছে, এমন প্রতিবেদনের মধ্যেই স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবি আহমদের এ বিবৃতি আসে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নেতৃত্ব
- লড়াই
- আবি আহমেদ