![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdead-body-1-20211123172355.jpg)
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কলেজছাত্রের
মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিনবাদ বিশ্বাস (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সিনবাদ উপজেলার রাজাপুর গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক বর্ষের শিক্ষার্থী ছিলেন।