ভিডিও স্টোরি: মহিলাদের তুলতে হয় কোলে করে; কাদা মাড়িয়ে বোটে উঠেন পুরুষরা

যমুনা টিভি প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১৩:৪৮

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে পদে পদে দূর্ভোগ যেনো এ অঞ্চলের বাসিন্দাদের নিত্যসঙ্গী। কুমিরা এবং গুপ্তছড়া দুই ঘাটেই যাত্রীদের ভোগান্তি সীমাহীন। অপরিকল্পিতভাবে জেটি নির্মাণের কারণে ভিড়তে পারছে না জাহাজ, ফলে কাদাপানি মাড়িয়ে বোটে উঠতে হয়। ড্রেজিং করেও মেলেনি সুফল।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে