ইউপির ভোট, সিইসির কথা ও সারামাগোর ভোটার

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১৩:৪২

একটা নাম না জানা গণতান্ত্রিক দেশে ভোট চলছে। নির্বাচনী কেন্দ্রগুলো তৈরি। কিন্তু ভোর থেকে প্রবল বৃষ্টি। ভোটকেন্দ্রের ধারেকাছে কেউ নেই। মনে হচ্ছিল ভোট ভন্ডুল হবে। বেলা বাড়ার পর বৃষ্টি থামল। ভোটারের স্রোত আসতে শুরু করল। ভোট গোনার পর দেখা গেল, ক্ষমতাসীন ডানপন্থী দল পেয়েছে ১৩ শতাংশ ভোট। মধ্যপন্থী দল পেয়েছে ৯ শতাংশ আর বামপন্থী দল পেয়েছে ২.৫ শতাংশ ভোট। বাকি ৭০ শতাংশ ব্যালট ফাঁকা। তাতে কোনো সিল নেই।


এই ফল দিয়ে সরকার গঠন করা যায় না। ফলে সরকার আবার ভোট দিল। দেখা গেল ভোট আগের চেয়ে বেশি পড়েছে। কিন্তু ৮৩ শতাংশ ব্যালট আগের মতো ফাঁকা। ভোটাররা ব্যালট পেপার যেমন ছিল, তেমন অবস্থায় বাক্সে ফেলেছেন। কাউকে ভোট দেননি। তার মানে ভোটাররা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও