![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F23%2F0043e91b8097eec14a413cf94af06514-619c6de2815c8.jpg%3Fjadewits_media_id%3D760778)
শ্রীমঙ্গল পৌরসভায় নৌকার প্রার্থীকে জরিমানা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীসহ দুই মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর থেকে তিন মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন।