আশানুরূপ ফলনেও হাসি নেই বর্গাচাষিদের মুখে
নিজের ১০ শতাংশ জমির বসতভিটা ছাড়া কোনো আবাদি জমি নেই ৫৫ বছর বয়সী বর্গাচাষি আবদার হোসেনের। গত ২৫ বছর ধরে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারি গ্রামের এই কৃষক।
তার মতো বর্গাচাষিরা এ বছর আমন ধানের ফলন পেয়েছেন আশানুরূপ। তারপরেও তাদের চেহারায় হাসির বদলে দেখা যায় চিন্তার ছাপ। এখন বাজারে ধানের যে দাম তাতে ভাগে যে পরিমাণ ধান পাবেন তা বিক্রি করে খরচ উঠবে কি না তা নিয়ে সন্দিহান তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষি পরিবারের সংখ্যা প্রায় আড়াই লাখ। ২ জেলায় বর্গাচাষি রয়েছেন ৯০ হাজারের বেশি।