![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/11/23/lalmonirhat_municipality-01_1.jpg?itok=pb357sP3×tamp=1637634817)
চালু হয়নি লালমনিরহাটে নির্মিত ভাগাড়, যত্রতত্র পৌরসভার আবর্জনা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না আসায় এখনো চালু করা হয়নি লালমনিরহাট পৌরসভার শখের বাজার এলাকায় নির্মিত ভাগাড়টি। এ কারণে যত্রতত্র ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা। ফলে, দুর্গন্ধে অস্থির স্থানীয়রা।
খোচাবাড়ি বিডিআর হাট এলাকার আবুল হোসেন (৫৮) দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকদিন ধরে আমার বাড়ির পাশে একটি খালে পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের কারণে বাড়িতে থাকতে পারছি না।'
'পৌর মেয়রকে জানিয়েছি। কিন্তু, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্গন্ধের কারণে আমরা অস্থির হয়ে পড়েছি,' যোগ করেন তিনি।