চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
চট্টগ্রামের বাকিলয়া থানার তক্তারপুল এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২১ নভেম্বর) রাতে জুয়েল ওরফে ঝুটন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জুয়েল কুমিল্লার বাঙ্গরা বাজার থানার সোনাকান্দা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে। তিনি বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় মনসুরের কলোনির বাসিন্দা।
সোমবার (২২ নভেম্বর) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুয়েল রোববার সন্ধ্যার দিকে এক প্রতিবেশী কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরপরই কিশোরীর মা জুয়েলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে জুয়েলকে তক্তারপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে