![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/secretariat-20211122132704.jpg)
মেয়াদ শেষে সরতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের, বসানো যাবে প্রশাসক
মেয়াদ শেষে পদ ছাড়তে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের। এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।