![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fss-20211121175434.jpg)
কেন্দ্রে ঢলে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রপারলি কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং জাগো নিউজকে বলেন, রোববার এসএসসির ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়।