![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/razbari-20211121164908.jpg)
নসিমনের ধাক্কায় ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
রাজবাড়ীতে দ্রুত গতির নসিমনের ধাক্কায় দশমাসের অন্তঃসত্ত্বা বন্যা আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বন্যা আক্তার বক্তারপুর গ্রামের মো. হিরা শেখের স্ত্রী।