‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো না হলে সরকার হটানোর আন্দোলন’
খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো না হলে 'সরকার হটানো'র আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার বিকালে গণঅনশন কর্মসূচিতে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, 'গণঅনশন থেকে সরকারকে খুব পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন।' 'তা না হলে গণঅনশনের মধ্য দিয়ে এবার যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলন আপনাকে গদিচ্যুত করবে।'
তিনি বলেন, 'আগামী ২২ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা এবং তার মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং সারা দেশে মহানগর-জেলা-উপজেলায় সমাবেশ হবে। সেই সমাবেশে আমরা আবারো এই দাবি নিয়ে সামনে আসব।'