ইউপি নির্বাচনে বউ-শাশুড়ির লড়াই
প্রথম আলো
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ১৮:৫৬
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের (৪, ৫ ও ৬ নম্বর) সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্যপদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বউ-শাশুড়ি। একই ওয়ার্ডে বউ-শাশুড়ির এমন প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের নজর কেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত মহিলা ওয়ার্ড। এই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামনগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শামীমা খাতুন ও তাঁর চাচি শাশুড়ি সাজেদা খাতুন। সাজেদা জামনগর গ্রামের কলেজশিক্ষক আবদুল জলিলের স্ত্রী। তাঁরা একই বাড়িতে বসবাস করেন। সাজেদা খাতুন তালগাছ প্রতীক ও শামীমা খাতুন সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন।