হামাসকে ব্রিটিশ সরকার ‘সন্ত্রাসী’র তকমা দিতেই উল্লসিত ইসরায়েল
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল। তিনি বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে বলেন, অত্যাধুনিক সমরাস্ত্র হাতে থাকার পাশাপাশি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়ার কারণে হামাসের সব ধরনের তৎপরতা পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছি। এতে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ তাৎক্ষণিকভাবে ব্রিটিশ সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।