![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/20/cumilla-epzi-death-201121-01.jpg/ALTERNATES/w640/cumilla-epzi-death-201121-01.jpg)
কুমিল্লা ইপিজেডে সিলিং ভেঙে শ্রমিক নিহত
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে নাসা নামে একটি কারখানার স্টোররুমের ফলস সিলিং ভেঙে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন বলে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান। নিহত জোছনা বেগম কুমিল্লা শহরের সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী।