আরো ৪ দেশ জার্মানির ‘হাই রিস্ক’ তালিকায়
ইউরোপে বাড়ন্ত করোনা সংক্রমণের জেরে বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস ও আয়ারল্যান্ডকে 'হাই রিস্ক’ দেশের তালিকাভুক্ত করলো জার্মানি৷ করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে আসা করোনা টিকা না নেওয়া পর্যটকদের জার্মানিতে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারান্টিন করতে হয়। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার ফলে এই ‘হাই রিস্ক’ বা উচ্চ ঝুঁকির তালিকায় বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস ও আয়ারল্যান্ডকে যুক্ত করলো জার্মানি।