গণপরিবহনে যাতায়াতে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও বাসভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজ। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক করার বিষয়টি লিখিত আকারে না থাকলেও ১৯৬৪ সাল থেকে চলমান রয়েছে। রাজধানী ঢাকার ২৬৪ রুটে প্রায় আট হাজার বাস যাতায়াত করে। কয়েকটি বাস ছাড়া বাকি গণপরিবহনগুলো শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক রাখার বিষয়টি মানতে নারাজ।