![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F6fa8012c-67ed-448a-97fb-ce66d7cd5d10%252Fbhola_manpura_5.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বনায়নে পাউবোর তোড়জোড়ে আপত্তি পরিকল্পনা কমিশন ও বন বিভাগের
দেশের ৮টি বিভাগের ৫৮ জেলায় খাল, বাঁধ ও নদীর তীর সংরক্ষণের জন্য বনায়ন করতে চায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য সরকারের কাছে তারা ২৪৮ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। কিন্তু পাউবো কেন বনায়নের কাজ করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন ও বন বিভাগ। কমিশন বলেছে, গাছ লাগানোর এখতিয়ার বন বিভাগের। বনায়ন যদি করতে হয়, সেটি বন বিভাগের মাধ্যমে করতে হবে। একই মত বন বিভাগেরও। অন্যদিকে পাউবো বলছে, তারা বন বিভাগের মতামত নিয়ে বনায়ন করবে। এ নিয়ে চলছে ত্রিমুখী চিঠি চালাচালি।