একটি টিকিটের আশায়...
টিকিট চাই, টিকিট...। আপাতত এটাই মিরপুর এলাকার স্লোগান! টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে, তাতে থোরাই কেয়ার ক্রিকেটভক্তদের। মাঠে বসে প্রিয় দলের জন্য গলা ফাটানো চিৎকারে গ্যালারি মুখর করে তুলতে তর সইছে না যেন। কিন্তু সেজন্য টিকিট তো পাওয়া চাই!