জার্মানিতে করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়ে দলীয় কোন্দল
করোনা সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে বৃহস্পতিবার জার্মান সংসদে তৎপরতার মাঝে দলীয় রাজনীতি মাথাচাড়া দিচ্ছে৷ ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এ দিন জরুরি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন৷
করোনা সংকটের শুরু থেকে জার্মানির মূল স্রোতের রাজনৈতিক দলগুলি সার্বিক ঐকমত্যের ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালিয়ে এসেছে৷ খুঁটিনাটী বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও দেশের স্বার্থে সংকীর্ণ রাজনীতির উদাহরণ তেমন দেখা যায়নি৷ বেড়ে চলা সংক্রমণ মোকাবিলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিতর্কের মাঝে এবার সেই ঐকমত্যে স্পষ্ট ফাটল সৃষ্টি হচ্ছে৷ বিশেষ করে বিদায়ী সরকারের প্রধান শরিক আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির সম্ভাব্য নতুন সরকারের প্রস্তাবিত পদক্ষেপের জোরালো বিরোধিতা করছে৷