কামালপুরে রক্তাক্ত বীর-প্রতীক হেলাল
মতিয়া চৌধুরী খুব জ্বালময়ী বক্তৃতা দিতেন। এজন্যই নাম হয় অগ্নিকন্যা। তখন এগারো দফা বাস্তবায়নে জামালপুরে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেটার সক্রিয় সদস্যও হই তখন। কিন্তু গোটা জামালপুরে এগারো দফা আন্দোলনটা চোর পোড়ানো আন্দোলনে রূপ নেয়! সে সময় খুব চোরের উৎপাত শুরু হয়। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে চোর ধরেই জ্যান্ত পুড়িয়ে মারত। চোর পোড়ানো ঠেকাতে মাঠে নামি আমরা। এরপরই এগারো দফা দাবি নিয়ে মিছিল-মিটিং চলে জামালপুর শহরে। মুক্তিযুদ্ধের আগে জামালপুরের নানা ঘটনাপ্রবাহের কথা এভাবেই তুলে ধরেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল।
- ট্যাগ:
- মতামত
- ছাত্র সংগ্রাম পরিষদ
- রক্তাক্ত