বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হাসান আজিজুল হক অনন্তের পথে যাত্রা করেছেন ১৫ নভেম্বর ২০২১। স্যার অসুস্থ ছিলেন। জেনেছিলাম স্যারের ছেলে ইমতিয়াজ হাসান মৌলির ফেইসবুক নোট থেকে। তারপর ঢাকায় চিকিৎসাশেষে ফিরে গেছেন রাজশাহী। তবু প্রস্তুত ছিলাম না এমন খবরের জন্য। হাসান আজিজুল হক বিশ্বমানের সাহিত্যিক, লিখেছেন বাংলায়। এখনকার বাংলায় সাহিত্যচর্চাকারীদের মতো ইংরেজি অনুবাদকারীদের প্রতি তোষামোদ, আন্তর্জাতিক মহলে ঢোকার বাসনায়, প্রয়োজন হয়নি হাসান আজিজুল হকের। তিনি বাংলা ভাষায় লিখেছেন শুধু নন, লিখেছেন অন্ত্যজ মানুষের মুখের ভাষায়। দাপটের সঙ্গে। তার লেখার বিস্তার ও গভীরতা, ভাষা এবং উপস্থাপনের স্মার্টনেস বিষয়ে সম্যকভাবে লেখার এলেম আমার অনায়ত্ত। লিখবেন অনেকেই, যাদের আছে সেই প্রস্তুতি এবং সাহস। আমি বরং ব্যক্তি হাসান স্যারকে যেমন দেখেছি, তা নিয়েই কিছু কথা বলি। স্মৃতি ফিরে আসুক, স্মৃতি সহায় হোক আমার।
You have reached your daily news limit
Please log in to continue
আমাদের হাসান স্যার
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন