অতিরিক্ত আদা খেলেই মারাত্মক ক্ষতি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ১২:০৩
রান্নার স্বাদ বাড়াতে আদা অতুলনীয়। এছাড়া বিভিন্ন রোগের মোক্ষম দাওয়াই হিসেবে ব্যবহার হয়ে থাকে আদা। বিশেষ করে শীতকালে সর্দি-কাশি, গলাব্যথা সমস্যা থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষ আদা খেয়ে থাকেন। কিন্তু জানেন কি অতিরিক্ত আদা শরীরের ক্ষতিও করতে পারে?
সম্প্রতি ‘লাইভস্ট্রং’ নামের চিকিৎসাবিজ্ঞানের জার্নালে আদার গুণাগুণ নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, পেটের গণ্ডগোল, বুকজ্বালা, বমিবমি ভাব— এ সবই হতে পারে আদার কারণে। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা ব্যাপক ভাবে কমে যেতে পারে অতিরিক্ত আদার ফলে। কমে যেতে পারে ঘুমও