পৃথিবীর যাবতীয় সুখের ব্যবস্থা করা হলো, কিন্তু সেখানে কোনো পানির বন্দোবস্ত নেই—ভাবুন তো কেমন হতে পারে জীবনটা। আধুনিক নগরজীবনে পানির তীব্র সংকটে পড়লেই বোঝা যায় জীবন কতটা বেদনাদায়ক হতে পারে। সেটি আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যখন পানি থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারলে।
যশোরের কেশবপুর পৌরসভার মধ্যকূল এলাকার দফাদারপাড়ার বাসিন্দারা সেই দুর্ভোগের জীবন বয়ে বেড়াচ্ছেন। কারণ, এলাকার সব নলকূপের পানিতে আর্সেনিক। তাই রান্নাসহ দৈনন্দিন কাজে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আনেন তাঁরা। বছরের পর বছর ধরে এমনটিই চলছে। এ জগতে তাঁদের যন্ত্রণা বোঝার কেউ নেই যেন।